জায়লস্কর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন ইতিহাস
১৯৪৩ সালে যখন দ্বিতীয় বিশ্ব যুদ্বের ভয়াবহতায় ফেনীর এতদ অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ফলে এতদ অঞ্চলের ছাত্রদের, যুবকদের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়ে। অপরদিকে এতদঅঞ্চলের বেশ কয়েক মাইলের মধ্যে স্কুল না থাকাতে বিদ্যা শিক্ষার সুযোগ সুবিধা বন্ধ হবার উপক্রম হয়। ফেনী-নেয়াখালী রাস্তা ছিল কর্দমময।এখান থেকে একদিকে চার মাইল দূরে ফেনী শহরের স্কুলে অথবা অন্যদিকে ছয় মাইল দূরে দাগুন ভূইয়া হাই স্কুলে হেটে গিয়ে পড়াশুনা করা ও ছিল অসম্ভব। কোন বাসা বাসাবাড়িতে ছেলেমেয়ে পড়ানোর বিনিময়ে জায়গির থেকে স্কুলে ভর্তি হয়ে শিক্ষা ছলিয়ে সবার জন্য সম্ভব ছল না। জায়লস্কর পূর্ব ভূইয়া বাড়ির স্কুরগামি ছাত্রছাত্রির সংখ্যাও কম
 
                                জায়লস্কর উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি আমাদের এলাকার গর্ব, একটি আলোকবর্তিকা। আমরা গর্বিত যে, এই বিদ্যালয় বছরের পর বছর ধরে শিক্ষার মান, শৃঙ্খলা এবং নৈতিকতার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। পরিচালনা পর্ষদ সর্বদা চেষ্টা করে যাচ্ছে বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার পরিবেশ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও উন্নত করতে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন তাদের স্বপ্ন পূরণে সাহসী পদক্ষেপ নিতে পারে এবং বিদ্যালয় তাদের সেই পথপ্রদর্শক হয়ে ওঠে। বিদ্যালয়ের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আমাদের পথচলায় অনুপ্রেরণা যোগায় ...
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            